রমজানের তাৎপর্য নিয়ে মানারাতে আলোচনা সভা
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
গতকাল বুধবার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল গফুর খানের পরিচালনায় ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও মানারাত ট্রাস্টের চেয়ারম্যান মুহম্মদ ফজলুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. এম. উমার আলী, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুলশানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: মেহেদী হাসান প্রামাণিক পিএসসি, ৫১-নং ওয়ার্ড কমিশনার শরিফুর রহমান, আব্দুল হামিদ খান, বায়তুল আমান মসজিদের যুগ্ম সম্পাদক সৈয়দ মকবুল হোসেন, ড. আহসান হাবিব ইমরোজ, সাবেক যুগ্মসচিব আবু আব্দুল্লাহ, ফজলুল হক খান, ১২ নং সেক্টর কল্যাণ সমিতির সেক্রেটারি দেলোয়ার হোসাইন, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আলতাফ হেসেন সরকার ও সহসভাপতি সালাহ উদ্দীন, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতির প্রতিনিধি, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।