বাজারের নতুন পণ্য ‘লাক্সারি ম্যাট’
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের লাক্সারি সিরিজে যুক্ত হয়েছে নতুন পণ্য বার্জার লাক্সারি ম্যাট। বাংলাদেশের প্রথম এবং একমাত্র পেইন্ট সলিউশন কোম্পানি হিসেবে প্রিমিয়াম ক্যাটাগরির এই ম্যাট ফিনিশ প্রোডাক্ট বাজারে এনেছে বার্জার পেইন্টস।
গাড়িতে, রূপসজ্জায়, ফার্নিচারে কিংবা দেয়ালের রঙে ম্যাট ফিনিশকে দেয়া হচ্ছে বিশেষ প্রাধান্য। আর তাই ডিজাইনে যারা পরিমিতিবোধ এবং আধুনিক নান্দনিকতার মিশেল পছন্দ করে থাকেন, বার্জার লাক্সারি ম্যাট তাদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে। পারফেক্ট কালার ক্লারিটি এবং কাভারেজের জন্য পরিচিত ম্যাট ফিনিশে আলো খুব বেশি প্রতিফলিত হয় না। ফলে সারফেসে বিদ্যমান অমসৃণ কোন কিছু চোখে সহজে ধরা পড়ে না। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা