১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেনদেন ও সূচক বেড়েছে উভয় শেয়ারবাজারে

দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির
-

সূচক ও লেনদেনের উত্থান দিয়ে শুরু হলো দেশের উভয় শেয়ারবাজার। রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১ পয়েন্টে।
গতকাল ঢাকা শেয়ারবাজারে ৪৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪১১ কোটি আট লাখ টাকার। লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯২ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল পর্যায়ক্রমে শাইনপুকুর সিরামিকস, ইন্টেক অনলাইন, মালেক স্পিনিং, সিটি জে. ইন্স্যুরেন্স, ম্যাক স্পিনিং, তাল্লু স্পিনিং, জিল বাংলা সুগার মিলস, সাফকো স্পিনিং, মেট্রো স্পিনিং, ন্যাশনাল টি কোং।
অপর দিকে মূল্য হারিয়েছে পর্যায়ক্রমে ইসলামী ব্যাংক বন্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রেকিট বেন্কিজার, উত্তরা ফিন্যান্স, নিটল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অ্যারামিট লি., জাহিন স্পিনিং এবং জেএমআই হসপিটাল রিকুইজিট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষ কোম্পানির মধ্যে ছিল- সেন্ট্রাল ফার্মা, শাইনপুকুর সিরামিকস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, ফরচন সু, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিকস, বেস্ট হোল্ডিংস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং তৌফিকা ফুডস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। গতকাল সিএসইতে ২১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের। আগের দিন সিএসইতে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৮৮টির, কমেছিল ৮৫টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি প্রতিষ্ঠানের।
ক্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকার
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৪ কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাউথইস্ট ব্যাংক, এমারেল্ড অয়েল, আইসিবি, এএমসিএল, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ই-জেনারেশন লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সাউথইস্ট ব্যাংকের ২৫ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ছয় কোটি আট লাখ ২৪ হাজার টাকা, আইসিবি, এএমসিএল, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দুই কোটি ৭০ লাখ টাকা এবং ই-জেনারেশন লিমিটেডের এক কোটি ৪৮ লাখ পাঁচ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্য দিকে ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেয়া অন্যান্য কোম্পানির মধ্যে প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ডের এক কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের এক কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের এক কোটি ১২ লাখ ০৬ হাজার টাকা, ফাইন ফুডসের ৯২ লাখ সাত হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৪৬ হাজার টাকা এবং আমান কটন ফাইবার্স লিমিটেডের ৬৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স : রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। শনিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র মতে, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্স উত্তেলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে। কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ইজিএম এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের সম্মতি পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে এমারেল্ড অয়েলের: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ’২৩-ডিসেম্বর ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে ছয় মাসে কোম্পানির আয় বেড়েছে ৩০৭ শতাংশ।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার-প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে ১৯ পয়সা আয় হয়েছিল। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার-প্রতি আয় এক পয়সা বা ৫.২৬ শতাংশ বেড়েছে। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই-২৩-ডিসেম্বর-২৩) প্রতিষ্ঠানটির শেয়ার-প্রতি আয় হয়েছে এক টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ৪১ পয়সা আয় হয়েছিল। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার-প্রতি আয় এক টাকা ২৬ পয়সা বা ৩০৭.৩১ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ঋণাত্মক ৭৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার-প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক আট টাকা ৭০ পয়সা।


আরো সংবাদ



premium cement