১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুস্থদের মাঝে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

-

পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। গতকাল রোববার মতিঝিলের শাপলা চত্বরের পাশে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৮ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন হামিদুল আলম সখা ও সংগঠনের উপদেষ্টা মো: দেলোয়ার হোসেন।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আককাছ আলী আকাশের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আশরাফ-উল-আলম ব্যাকুল। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মরিয়ম খানম, সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান, সোনালি ব্যাংক ইউনিটের সভাপতি আলাউদ্দিন তুষার ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সোনালি ব্যাংক শাখার সভাপতি আলাউদ্দিন তুষার বলেন, পবিত্র রমজান মাসে সামাজিক দায়বদ্ধতা এবং নিয়মিত সেবাকাজের অংশ হিসেবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।


আরো সংবাদ



premium cement