সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- ৩১ মার্চ ২০২৪, ০০:০৫
সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর উদ্যোগে ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো: রইস হাসান সরোয়ার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহরাইন ও গালফ ইউনিভার্সিটির সাবেক প্রফেসর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের বর্তমান ফ্যাকাল্টি অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক এবং সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি ড. মো: আনোয়ার হোসাইন মোল্লা। স্বাগত বক্তব্য দেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো: আবদুল্লাহ শরীফ, সিআইপিএ, সিএসএএ। সেমিনারে ১৬ দফা প্রস্তাবনা ও সুপারিশমালা গৃহীত হয়।
সেমিনারে ৪০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারি/সেক্রেটারি, সিনিয়র মুরাক্বিব, ইসলামী ব্যাংকিং ডিভিশন হেড, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কওমি মাদরাসার প্রিন্সিপাল (অধ্যক্ষ), মসজিদের খতিব ও আলিয়া মাদরাসার প্রিন্সিপাল, সাংবাদিক, আইনজীবী ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন পেশার প্রায় ২০০ ব্যক্তি যোগদান করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা