অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। দিবসের কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ সকালে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্থত ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো: মুরশেদুল কবীরের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ ছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক। কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু, মো: শাহাদাত হোসেন এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।