প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান আমিন মোহাম্মদ গ্রুপের
- ১৭ এপ্রিল ২০২০, ০০:০০
দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষ আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপ। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো: রমজানুল হক নিহাদ ও মো: আমিনুল হক নাবিল। প্রধানমন্ত্রীর উদ্দেশে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমিন মোহাম্মদ গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং কাজ করে যাব ইনশা আল্লাহ। এই দুর্যোগকালীন মুহূর্তেও আপনার পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনার নির্দেশনা অনুযায়ী দেশের যেকোনো প্রয়োজনে কাজ করে যাবে আমিন মোহাম্মদ গ্রুপ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে যুক্ত ছিলেন। নিজস্ব প্রতিবেদক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা