১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

একুশে পদকের অর্থ করোনা চিকিৎসায় দান করলেন সুফি মিজান

-

পিএইচপি পরিবারের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান তার একুশে পদকের প্রাপ্ত সমুদয় অর্থ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সেল-এ দান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পিএইচপি পরিবারের পক্ষে খোরশেদ আলী চৌধুরী ও জহিরুল ইসলাম রনি এ অর্থ চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করেন। এ সময় রোগী কল্যাণ সমিতির সেক্রেটারি অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন। বৈশ্বিকভাবে সৃষ্ট করোনা মহামারী রোধে সরকার নিয়েছে নানা উদ্যোগ। এর অংশ হিসেবে চমেক হাসপাতালেও গড়ে তোলা হয়েছে করোনা প্রতিরোধ সেল। এই সেল থেকে করোনা প্রতিরোধ এবং করোনা আক্রান্ত রোগীদের সর্বাত্মক চিকিৎসা সহায়তার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এ প্রসঙ্গে সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বৈশ্বিক এ দুর্যোগ প্রতিরোধে দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে দেশের সব মানুষকে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত মানবিক প্রচেষ্টাই পারে প্রিয় দেশকে ও দেশের মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে। দেশ ও জাতির যেকোনো সঙ্কট মোকাবেলায় অতীতের মতো আগামীতেও পাশে থাকবেন বলে জানান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। উল্লেখ্য সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সরকার আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে রাষ্ট্রীয় বিশেষ সম্মানজনক একুশে পদকে ভূষিত করে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement