২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মানুষের সেবায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল সাদার্ন ইউনিভার্সিটি

-

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে সম্প্রতি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান এবং ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর মহিউদ্দিন চৌধুরীর অনুপ্রেরণা, পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় জীবাণুনাশকটি তৈরি করেন ফার্মেসি বিভাগের পঞ্চম ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা। বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সার্বিক তত্ত্বাবধানে এ কাজে যুক্ত ছিলেন বিভাগের শিক্ষক কামরুল আহসান, আবদুল্লাহ ফারুক, জিল্লী হোমা ও জাকিয়া তাসনিম। এর আগে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে মাস্ক তৈরি করে সুবিধাবঞ্চিত মানুষদের বিতরণ করেন। দেশের সঙ্কটময় মুহূর্তে ফার্মেসি বিভাগের এ ধরনের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভিসি প্রফেসর ড. মো: নুরুল মোস্তফা ও প্রোভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ। হ্যান্ড স্যানিটাইজার তৈরি প্রসঙ্গে ড. মোহাম্মদ ইব্রাহিম বলেন, দেশের করোনাভাইরাসে আক্রান্তের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকে বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের কৃত্রিম সঙ্কট তৈরি হয়। ফলে সাধারণ মানুষ পড়ে যায় আতঙ্কে ও দুশ্চিন্তায়। দেশব্যাপী এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিজেদের দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করে সাদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement