২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিক্ষার্থীদের মধ্যে ড্যাফোডিলের সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

-

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ এবং নিয়মিত থার্মাল চেকআপের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। গত রোববার (১৬ মার্চ) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এবং ধানমন্ডিতে মেইন ক্যাম্পাসে এসব হ্যান্ড স্যানিটাইজার, সপ ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান, ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. বেল্লাল হোসেন, সহযোগী প্রধান ড. আমির আহমেদ ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুনির উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement