২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

আইআইইউসির ক্রিয়েটিভ রাইটিং কর্মশালায় ব্রিটিশ ঔপন্যাসিক

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ক্রিয়েটিভ রাইটিং কর্মশালায় লেকচার দিলেন ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ারা রড্রিগ্স ফাউলার। গতকাল সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে সেন্ট্রাল লাইব্রেরির ব্রিটিশ কাউন্সিল কর্নারে আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য (্ইএলএল) বিভাগের ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটি (এল্স) আয়োজিত ‘ক্রিয়েটিভ রাইটিং’ শীর্ষক ওয়ার্কশপে ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ারা রড্রিগ্স ফাউলার মূল প্রভাষণ উপস্থাপন করেন। ইএলএল বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইফতেষার উদ্দিনের সঞ্চালনা ও সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ এবং ইএলএল বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সানাউল করিম। এর আগে ইয়ারা রড্রিগ্স ফাউলার আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement