০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

ফের বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি
-

দেশের পুঁজিবাজারে ধারাবাহিক পতনে আস্থা হারিয়ে ফের রাজপথে নামছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেয়া একাধিক পদক্ষেপও থামাতে পারছে না লাগাতার পতন। গত ১৮ নভেম্বর শুরু হওয়া সপ্তাহ থেকে বিনিয়োগকারীরা উত্থানের মুখ দেখেনি বললেই চলে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮৫ পয়েন্ট। এতেই দিশেহারা সাধারণ বিনিয়োগকারী। ফের বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যগের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা।
গতকাল রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে এ মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। মানববন্ধনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হারুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো: সাজ্জাদুর রহমান বলেন, ‘পুঁজিবাজারের অব্যাহত দরপতন রয়েছে। এ পরিস্থিতিতে এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ। একইসাথে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি। আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানিয়েছি।’

মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজারের ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। কারণ তিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার যোগ্য না। তার পুঁজিবাজার নিয়ে জ্ঞান শূন্য। বর্তমান সরকার কিভাবে তার মতো মেধাহীন লোককে বিএসইসিতে বসালো, তা আমাদের বোধগম্য না।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ০০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ১৪৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট কমে এক হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল ডিএসইতে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ টাকা। সে হিসেবে ডিএসইর লেনদেন কমেছে ৩৯ কোটি ৯৫ লাখ টাকা কম।
গতকাল ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকটির ২০ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন করে শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ১২ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, ইস্টার্ন ব্যাংক, সোনালি আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২০০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে- স্টাইলক্রাফ্ট লিমিটেডের ৯.৮৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৯.০৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৭৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৫১ শতাংশ, এনআরবি ব্যাংকের ৭.০৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৬.০৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.৭৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.২৬ শতাংশ এবং বেক্সিমকোর ৪.৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিলের ৯.১৯ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৫.০২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ৪.৭৬ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৪.৬৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.৪০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৮ শতাংশ, ন্যাশনাল টির ৪.২৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ৪.১২ শতাংশ কমেছে।

 


আরো সংবাদ



premium cement