০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

লভ্যাংশ বিতরণ ও ‘উৎসে কর কর্তন সনদ’ ইস্যু করতে বিএসইসির নির্দেশ

-

লভ্যাংশ বিতরণ ও ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিনিয়োগকারীদের তাৎক্ষণিক অবগতকরণের মাধ্যমে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই নির্দশনা পালনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি পাঠিয়েছে বিএসইসি।
জানা গেছে, চিঠিতে বিএসইসি’র জানুয়ারি ১৪, ২০২১ তারিখে ইস্যুকৃত ডিরেকটিভ নং BSEC/CMRRCD/২০২১-৩৮৬/০৩ এর (৩)(ার) নং শর্তের যথাযথ পরিপালন নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির মাধ্যমে মূলত তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ এবং বিতরণকৃত ডিভিডেন্ডের ওপর কর্তনকৃত উৎসে করের বিষয়ে ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যু সাথে সাথে বিনিয়োগকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে উক্ত চিঠির মাধ্যমে এ সংক্রান্ত কমপ্লায়েন্স নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সরাসরি নির্দেশনা দিয়েছে। যাতে এ সংক্রান্ত প্রয়োজনীয় কমপ্লায়েন্সের সম্পূর্ণ পরিপালন নিশ্চিত হয়।
বিএসইসি বলছে, দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে এবং তাদের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তারা কাজ করছে। বিনিয়োগকারীরা যেন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ এবং ‘উৎসে কর কর্তন সার্টিফিকেট’ ইস্যুসহ তাদের বিও অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্য তাৎক্ষণিক পেতে পারেন এবং অবগত থাকেন সে বিষয়টি নিশ্চিতে বিএসইসি এক্সচেঞ্জ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে। একই সাথে এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের করসংক্রান্ত তথ্য দ্রুত এবং সহজে পাবেন। যা আয়কর রিটার্ন দাখিল ও তাতে বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদানকে সহজতর করবে।

 

 


আরো সংবাদ



premium cement