০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

বিক্রির চাপ এড়িয়ে পুঁজিবাজারের উত্থান

-

- দর বেড়েছে ২১২টির, কমেছে ১৫১ কোম্পানির
- ৭১ শতাংশ বিক্রির চাপের বিপরীতে ক্রয় চাপ ২৯ শতাংশ
- ব্যাংকিং সেক্টরের প্রাধান্যে সূচক বৃদ্ধি

দ্বিতীয় দিনের মতো বিক্রির চাপ এড়িয়ে দেশের পুঁজিবাজারে উত্থানের ধারা অব্যাহত রয়েছে। ৭১ শতাংশ বিক্রির চাপের বিপরীতে ক্রয় চাপ ছিল গতকাল ২৯ শতাংশ। সূচকে বাড়তি পয়েন্ট ফেরার পাশাপাশি বাজার মূলধনও আরো তারল্য ফিরে পেয়েছে। দৈনিক লেনদেনে টাকার পরিমাণও বেড়েছে। তবে দর পতনের শিকার কোম্পানির সংখ্যা দেড় শতাধিকের বেশি। দর বৃদ্ধিতে ছিল ২১২টি কোম্পানি। গতকাল ব্যাংকিং সেক্টরের শেয়ারের প্রাধান্যে সূচক বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া মিউচুয়াল ফান্ডের দিকেও বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। সারাদিন মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেলেও দিনশেষে ইতিবাচক মনোভাব নিয়ে বাজার শেষ হয়েছে। ডিএসইর মূলধন বেড়েছে ০.২৪ শতাংশ।
দিনের লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মূল্যসূচক কয়েকবার ওঠানামা করে। তবে দুপুর ১২টার পর থেকে দাম বৃদ্ধির তালিকা বড় হতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত চলে এই প্রবণতা। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল আরো ৩৪.৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৯.৪০ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক আরো ১০.১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৬.০৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক আরো ৮.৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৪.৯০ পয়েন্টে উন্নীত হয়েছে। সব ক’টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। ২৩ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫২৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে মোট ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকায়। বুধবার লেনদেন হয় ৫১৯ কোটি ৩১ লাখ টাকার। সে হিসাবে আগের লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা।
দর বৃদ্ধিতে ও পতনে শীর্ষ ১০ কোম্পানি : ডিএসইতে সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের বলে ডিএসই তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা বা ১৯.২০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে। আইসিবি এএমসিএল ফর্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি। এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মার ৯.৮৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৮০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৫৮ শতাংশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৫৬ শতাংশ দর বেড়েছে।
এ দিকে সবচেয়ে বেশি দর কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৫.৮১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। নর্দান জুটের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭ টাকা ১০ পয়সা বা ৫.৪৪ শতাংশ। আর ২০ পয়সা বা ৫.১২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকায় ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এ ছাড়া ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এনভয় টেক্সটাইলের ৫.০৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৪.৯৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৪.৭২ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৬৩ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৪.৫৮ শতাংশ, ইফাদ অটোসের ৪.৩৬ শতাংশ এবং শ্যামপুর সুগারের শেয়ার দর ৪.১৯ শতাংশ কমেছে।
ব্লক মার্কেটে ১৯ কোম্পানি : ডিএসইর ব্লক মার্কেটে গতকাল ১৯টি কোম্পানির ২৮ লাখ ১৯ হাজার ৮৪৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট ১৪ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকায় হাতবদল হয়েছে। এর মধ্যে ছয় কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, ওরিয়ন ইনফিউশন, এমজেএল বিডি, অগ্নি সিস্টেমস ও আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এ দিন কোম্পানিটির চার কোটি ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওরিয়ন ইনফিউশিনের দুই কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর দুই কোটি ৭২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক এশিয়ার এক কোটি ৮৬ লাখ টাকার এবং সাইহাম কটন মিলস লিমিটেডের এক কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উদ্যোক্তার ৫৯.৮৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা : এ দিকে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা রাজিয়া হোসেন ৫৯ লাখ ৮৬ হাজার ৮৯০টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশ করেছে। ব্যাংক কোম্পানিটির উদ্যোক্তা রাজিয়া হোসেন তার কাছে থাকা ৫৯ লাখ ৮৬ হাজার ৮৯০টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। শেয়ারগুলো তার স্বামী কোম্পানির অপর উদ্যোক্তা তোফাজ্জল হোসেনর কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন। গতকাল ৩১ অক্টোবরের মধ্যে শেয়ারগুলোর হস্তান্তর সম্পন্ন করেন এই উদ্যোক্তা।
সিএসইতে লেনদেন কমেছে : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৩০ সূচক ছাড়া সবগুলো সূচক বেড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৪.২৩ পয়েন্ট এবং সিএসসিএক্স ৫৮.২৯ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর পতনে ৫৯টি এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেনে কমেছে। ২৬ লাখ ২৭ হাজার ১৫২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে চার কোটি ৮৪ লাখ ৭৮২ টাকায়।
রয়্যাল ক্যাপিটাল বলছে, বিক্রির চাপকে উপেক্ষা করে সূচকের ফের উত্থান। ডিএসইর লেনদেন ৩৭ কোটি টাকা বেড়ে ৫৫৬ কোটি টাকা হয়েছে। ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) ঊর্ধ্বমুখী ছিল। মূলধন গত দিনের তুলনায় ০.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ভলিউম ৮ শতাংশ এবং টার্নওভার ৭ শতাংশ বেড়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ১৫টি সেক্টরের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং চারটি সেক্টরের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। ব্লক মার্কেটে ১৪.৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৬৮ শতাংশ। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ১৫.৯৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩.৬ কোটি টাকা, যা গত দিনের তুলনায় ৪১ শতাংশ কম।


আরো সংবাদ



premium cement