ভিশন এম্পোরিয়ামের পণ্য কিনে ফ্ল্যাট জিতলেন লালমনিরহাটের মারিয়া
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
আরএফএলের ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ফ্লাগশিপ ক্যাম্পেইন ‘ড্রিম হোম’ অফারের প্রথম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রথম ফ্ল্যাট জিতে নিয়েছেন লালমনিরহাটের মাসিয়াত আরা মারিয়া।
সম্প্রতি লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়। ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ অফারে ইন্ডাকশন কুকার (ইলেকট্রিক চুলা) কিনে ফ্ল্যাট জিতেছেন মারিয়া। গত ৯ অক্টোবর লালমনিরহাট শহরের বিডিআর রোডের নর্থ বেঙ্গল মোড়ে ভিশন এম্পোরিয়ামের নিজস্ব শোরুম থেকে পণ্যটি ক্রয় করেন লালমনিরহাটের মুঘলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মমিনুর রহমানের মেয়ে মারিয়া।
ফ্ল্যাটের চাবি হাতে পেয়ে মারিয়া বলেন, ‘প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি জীবনে এত বড় একটি উপহার পাব। পরে ভিশনের নিজস্ব শোরুমে যোগাযোগ করে জানতে পারলাম আমি একটি ফ্ল্যাট উপহার পেয়েছি। বিষয়টি এখনো স্বপ্নের মতো লাগছে’।
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার কে এম শামসুজ্জামান নয়ন, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহিন, ভিশন এম্পোরিয়ামের হেড অব সেলস রাসেল আহমেদ ও অভিনেতা সাব্বির হাসান লিখন উপস্থিত ছিলেন।
ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র ৫,০০০ টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন ক্রেতারা। ফ্ল্যাট ছাড়াও গাড়ি, ফ্রিজ, এসিসহ বিজয়ীদের মোট ৭৫০টি পুরস্কার দেয়া হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর, চলবে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেয়া হবে পুরস্কার। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা