মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা সভা
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
পুঁজিবাজারের গতিশীলতা আনা এবং স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে অংশীজনদের সমন্বয়ে এক আলোচনা সভা গত বুধবার তারিখে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেন, সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং আইসিবি’র মহাব্যবস্থাপকরা, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, শেয়ারবাজারের উন্নয়নে মিউচ্যুয়াল ফান্ড খাতকে তৈরি করা প্রয়োজন এমন মনোভাব নিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে অগ্রসর হতে হবে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেন বলেন, বাংলাদেশের জিডিপিতে মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অবদান নগণ্য। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো থেকে আমরা পিছিয়ে আছি।
মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। সভায় উপস্থিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উন্নয়নে এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
এ ছাড়া অংশীজনেরা মিউচ্যুয়াল ফান্ডের ওপর কর আরোপ, মিউচ্যুয়াল ফান্ড হতে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন শর্ত আরোপ, পুঁজিবাজারে বিভিন্ন গ্রুপের হস্তক্ষেপ, মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ডিজিটালাইজেশন না করা ইত্যাদি সমস্যা হ্রাস ও এদের প্রতিকার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা