১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাজিরপুরে ছেলের হাতে মা খুন

নাজিরপুরে ছেলের হাতে মা খুন - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতে দায়ের কোপে নৃশংসভাবে খুন হয়েছেন মা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিবাড়ী বাজার এলাকার উত্তর জয়পুর গ্রামে।

শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুথিকা বালা (৫৫) ওই এলাকার নারায়ন বালার স্ত্রী এবং খুনি জ্যোতিষ বালা (৩২) তার বড় ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, নারায়ন বালার চার ছেলে। দুই ছেলে ভারতে থাকে, এবং দুই ছেলে স্থানীয় কালিবাড়ী এলাকায় চায়ের দোকানের ব্যবসা করে। প্রতিদিন ওই দোকানের কাজ শেষে ১১টা থেকে ১২ টার দিকে খুনি জ্যোতিষ বালা ও তার বাবা নারায়ন বালা বাড়িতে যায়। ঘটনার দিন রাতে জ্যোতিষ বালা বাবার আগেই বাড়ি যায়। বাড়িতে গিয়ে দাও দিয়ে কুপিয়ে কালিবাড়ী চায়ের দোকানে ফিরে নিজেরে শিশু বাচ্চা মেয়েকে নিয়ে পুনরায় বাড়িতে আসে এবং পাশের বাড়ির লোকজন ডেকে বলে কে যেন মাকে কুপিয়ে যখম করেছে। তার চিৎকারে স্থানীয় মেম্বার তরিকুল ইসলাম সেন্টুসহ পার্শ্ববর্তী বাসিন্দারা এলে তাদের সহযোগীতায় যুথিকা বালাকে গুরুত্বর অবস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসে। এ সময় ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল হাসপতালে প্রেরন করে। খুলনা নেয়ার পথে আঁধাজুড়ি নামক স্থানে পৌছালে তিনি মারা যান।

শুক্রবার পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানান, চাঞ্চাল্যকর এই ঘটনার মূল রহস্য উন্মোচনে পিরোজপুরের পুলিশ সুপার মো: শরীফুল ইসলামের (পিপিএম) সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) মো: রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার, ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক রেজাউল করিম রাজিবের যৌথ অভিযানে মামলা রুজুর ৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও মূল আসামি ছেলে জ্যোতিষকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় খুনির কাজ থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ধারাল দা, খুনির স্বীকারোক্তীমূলে বিকেল ৫টায় বাড়ির পাশের ডোবা থেকে খুনির নিজেই উদ্ধার করে পুলিশের হাতে দেয়।

পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে খুনি জ্যোতিষ বালা খুনের লোমহর্ষক বর্ননা দিয়ে বলে আমার মায়ের খুনের জন্য আমি নিজেই দায়ী, আমার মা আমাকে প্রতিনিয়ত জ্বালাতন করত, আমার স্ত্রীকেও জালাতন করায় আমাকে ছেড়ে চলে যায়। তাই আমি আমার মাকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত যুথিকা বালার স্বামী নারায়ন বালা একটি হত্যা মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement

সকল