১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মায়ের হাত থেকে ছুটে ট্রাকের চাকায় প্রাণ হারাল সাহাদাত

- ছবি : প্রতীকী

মায়ের হাত ধরে বাজারে চিকিৎসকের কাছে আসার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাহাদাত ফরাজী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।পুলিশ ট্রাকচালককে আটক করেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

সাহাদাত ফরাজী উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সোহাগ ফরাজীর ছেলে।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক তরুন কুমার জানান, মা কাজল বেগমের সাথে সাহাদাত ফরাজী জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় চিকিৎসকের কাছে আসেন। এ সময় তারা দু’জনে আটো বাইক থেকে নামার পর মায়ের ধরা হাত থেকে ছুটে ফরাজী দৌড় দিলে ঢাকা থেকে বরিশালগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরাজীর মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল