১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল বরিশাল বিশ্ববিদ্যালয় - ছবি : সংগৃহীত

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ কারণে ববির ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে ভয়াবহ ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মবিরতি শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। ববি শিক্ষক সমিতির শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি হয়।

এ সময় সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিও জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন ববি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী। এসব বিষয় শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ববি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ববি শিক্ষক সমিতির সভাপতি ড. বাতেন বলেন, ‘ববির ক্লাস, পরীক্ষা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবকিছু বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির সাথে ববি শিক্ষকরা একাত্ম হয়েছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দ্রুত সময়ে দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

ববি শিক্ষার্থীরা জানায়, পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছে। তাই অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সারাদেশের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলমান থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শিগগিরই এ বিষয়ে সমাধান হবে বলে আশা করছি। কারণ আমরা প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল।’


আরো সংবাদ



premium cement

সকল