পাথরঘাটায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৪
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ০১ জুলাই ২০২৪, ২১:৫৪
বরগুনার পাথরঘাটায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে আরিফ হোসেন মোল্লা (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়।
সোমবার (১ জুলাই) আসরের নামাজের পরে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারের দক্ষিণ পাশের মো: আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আরিফ হোসেন মোল্লা উপজেলার কালমেঘা ইউনিয়নের উত্তর কুপধন এলাকার মো: ইউনুস মোল্লার ছেলে।
আহতরা হলেন মো: মিলন হাওলাদার (৪২), মো: কাওসার (১৭), হাসান হাওলাদার (২২) এবং শামিম হাওলাদার (২৪)। তাদের মো: কাওসার অবস্থা খাবই গুরুতর। আহতদের সকলের বাড়ি পটুয়াখালী জেলোর বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাখালী বাজারের দক্ষিণ পাশের আব্দুল হাকিমের ছেলে মো: আজাদের মাছের ঘেরের পাশে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এর উপরেই ছিল বিদ্যুতের ৩৩ কেভির মেইন লাইন। সেখানে কাজ করার সময় লোহার পাইপ উঠানোর উপরে উঠাতে গেলে বিদ্যুতের তারে বাধলে সাথে সাথেই পাঁচজন আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। সাথে সাথেই আরিফ হোসেন মোল্লার মৃত্যু হয়। তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে অবস্থার আবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও সহাসপাতালে প্রেরণ করে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, বিদ্যুতায়িত হওয়ার পরে পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আরিফ নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছ। তাছারা কাওছার নামের এক কিশোরের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল মামুন জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। একটি আপমৃত মামলা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা