গৌরনদীতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২
- বাবুগঞ্জ, (বরিশাল) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ১০:০৮, আপডেট: ২৪ জুন ২০২৪, ১০:৫২
বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিতভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচ খলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) আগরপুর গ্রামের ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৮) এবং গৌরনদী উপজেলার সরিকল ইউপির সাকোকাঠী গ্রামের মাছ বিক্রেতা বরুণ দাস (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যাটারিচালিতভ্যান গাড়িটি আগরপুর থেকে মাছ আনতে মাহিলাড়া বাজারে যাচ্ছিল। পথে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীর বাটাজোর ইউপির বাইচ খলা নামকস্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আয়নাল প্যাদা ও মাছ আনতে যাওয়া যাত্রী বরুণ দাস মারা যান।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা