কাঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ১৫:৫৯, আপডেট: ২১ জুন ২০২৪, ১৬:১৯
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় পানিতে ডুবে মুনিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনিয়া আক্তার বাঁশবুনিয়া গ্রামের সোহাগ হাওলাদারের মেয়ে।
জানা গেছে, শুক্রবার সকালে শিশু মুনিয়া আক্তার খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে।
আমুয়া ইউনিয়ন পরিষদের মেম্বার (সদস্য) নিখিল চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক।
তিনি মনে করেন, এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন সরকার জানান, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা