পাথরঘাটায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার ওপর বহিষ্কৃত নেতার হামলা
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ১৯ জুন ২০২৪, ১৯:০৭
বরগুনার পাথরঘাটায় ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে।
হামলার শিকার তরুণের নাম সিফাতুজ্জামান খান (২৭)। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসূচী ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী এলাকার আখতারুজ্জামান খানের ছেলে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন বরগুনা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারজান।
বুধবার বিকেলে পাধরঘাটা থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন সিফাত। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সিফাতের ওপর হামলা করা হয়। এর পরেই পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ঘটনাস্থল গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসামীরা হলেন মো: আল আমিন (৩৫), মো: আবদুল্লাহ আল মারজান (৩০), মো: হায়দার (৬৫), মো: সালেম (২৪), মো: মশিউর রহমান সোহাগ (৩৮), মো: রাকিব (২৪), মো: শাওন (২৮)। তারা সকলেই পাথরঘাটা উপজেলা বাসিন্দা।
পাথরঘাটা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর দিন মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসূচী ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক সিফাতুজ্জামান সিফাত তার চাচাত ভাই বাপ্পিসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী নিয়ে বটতলা বাজারে জাকারিয়ার দোকানে চা পান করতে যায়। চা পান করে নেতা-কর্মীদের বিদায় দিয়ে স্থানীয় ওয়ার্ড আ'লীগের সভাপতি মনজু মিয়ার সাথে ব্যক্তিগত কথা বলার সময় বরগুনা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারজান, হায়দার, মোহাম্মদ বাদল ও আল আমিনসহ বেশ কয়েকজন সিফাতের ওপর হামলা করে। পরে সিফাতকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেকিছুদিন আগে মারজানকে জেলা ছাত্রীগের পদ হইতে বহিষ্কার করা হয়। এ বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিফাতকে দায়ী করে মারজান। এ বিষয়টি নিয়ে মারজান তার ফেসবুকে সিফাতকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে। এ সময় সিফাতের ওপর হামলার প্রতিবাদে মারজান ও তার সহযোগীদের বিচার দাবিতে উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ সভা করবে বলে জানান তারা।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: সাইফুজ্জামান জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার ওপর হামলার খবর পাওয়ার সাথে সাথেই আমার ঘটনাস্থলে যাই। এ দিকে পাথরঘাটা শহরে সিফাতের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শহর থেকে অর্ধশত নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে বটতলা বাজারে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ ঘটনায় সিফাতের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা