কুয়াকাটা আবাসিক হোটেল থেকে বন কর্মকর্তার লাশ উদ্ধার
- কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ১৩:৪৭
কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর ভাই ভাই আবাসিক হোটেল থেকে মো: শফিকুর রহমান (৭০) নামে সাবেক এক বন কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) বেলা ১১টায় হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
শফিকুর রহমান চাঁদপুরের বাখরপুর গ্রামের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, তিনি বিগত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ওই হোটেলের ১১ নম্বর রুমে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে আশপাশের লোকজনদের খবর দেয়। এ সময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তাকে খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, ‘আমরা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। তাদের কাজ শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা