১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর - প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে শাহীনুর বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তার স্বামীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সোমবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাহীনুর বেগম ওই গ্রামের মোস্তফা মুন্সীর (৬০) স্ত্রী।

স্থানীয়রা জানায়, রোববার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে রাতেই গ্রাহকদের সংযোগ দেয়া হয়। সোমবার সকালে ওই লাইনের গ্রাহক মোস্তফা মুন্সি ও তার স্ত্রী শাহীনুর বেগম তাদের বাগানে বের হন। মিটারের সংযোগ দেয়া সার্ভিস তারে সুপারির ডগা (সুপারির বাইল) পড়ে থাকা দেখে মোস্তফা মুন্সি হাত দিয়ে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তখন তার স্ত্রী শাহীনুর বেগম তাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আহত মোস্তফা মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, ঠিকাদার কাজ করে গ্রাহকদের সার্ভিস লাইন চেক না করে সংযোগ দেয়ায় গৃহবধূ মারা গেছে। তার স্বামী গুরুতর অসুস্থ, তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লী বিদ্যুতের ইন্দুরকানী এলাকার দায়িত্বে থাকা ইনচার্জ ইসলাম হোসেন দাবি করেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর খোলপটুয়া গ্রামের মুন্সির হাট এলাকায় রোববার রাতে সংযোগ দেয়া হয়। কিন্তু গ্রাহকের মিটারের আর্থিং তার দুর্বল থাকায় সার্ভিস তারের নিউটল বিদ্যুৎয়িত হয়ে দুর্ঘটনা ঘটে। এর জন্য ঠিকাদার দায়ী নয়। আমরা লাইন চেক করে বিদ্যুৎ সংযোগ দেই।’


আরো সংবাদ



premium cement