১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মঠবাড়িয়ায় নির্বাচিত বায়জিদ আহমেদ খান

- ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো: বায়জিদ আহমেদ খান নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ২টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার মাধবী রায় এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ছাত্রলীগের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খান দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন আহম্মেদ আনারস প্রতীক পেয়েছেন ৫০ হাজার ৩২৯ ভোট।

এছাড়া মো: আবু মোতালেব মোটরসাইকেল প্রতীক ২৫৩১ ভোট পেয়েছেন, মো: মানীর হোসেন সোহেল ঘোড়া প্রতীক পেয়েছেন ৫৬৬ ভোট, মো: মাহাবুবুর রহমান হেলিকপ্টার প্রতীক পেয়েছেন ৮১৭ ভোট, মো: রফিউল্লাহ কাপ পিরিচ প্রতীক পেয়েছেন ১৩০৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো: আরিফুর রহমান টিউবওয়েল প্রতীক ৪৮ হাজার ৭০১ ভোট পেয়ে দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো: সিদ্দিকুর রহমান টিয়া পাখি প্রতীক পেয়েছেন ৩৬ হাজার ১৫১ ভোট। এছাড়া ফাহাদ আহমেদ চশমা প্রতীক পেয়েছেন ১২ হাজার ৭১৬ ভোট, হোসাইন মোসারেফ সাকু তালা প্রতীক পেয়েছেন ১১ হাজার ৭৬৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন নেছা কলস প্রতীক ৪৮ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সানজিদা আক্তার প্রজাপতি প্রতীক পেয়েছেন ৪৫ হাজার ০৪৫ ভোট। এছাড়া আরিফা সুলতানা হাঁস প্রতীক পেয়েছেন ১০ হাজার ৫৬০ ভোট, মোসা: মাকসুদা আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন ৫২৭০ ভোট।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভোটগ্রহণ গত ২৯ মে ২০২৪ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত করা হয়। পরে রোববার এ ভোট অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২২১ জন। কেন্দ্র সংখ্যা ৮৮টি।


আরো সংবাদ



premium cement