১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আবু বকর নির্বাচিত

মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আবু বকর নির্বাচিত - ছবি : নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক নিয়ে খান মো: আবু বকর সিদ্দিকী ২৪ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগেও আবু বকর আরো দু’বারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ও একবার ভাইস চেয়ারম্যান ছিলেন। এবারে তিনি হেডট্রিক করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ২০৮৯২ ভোট।
এছাড়াও ওমর ফারুক শাওন ১৬১২৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান এবং মিসেস হাচিনা বেগম ২৭৬৯৫ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার রাতে ফলাফল নিশ্চিত করেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম ।

গত ২৯ মে তৃতীয় ধাপে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত উপজেলা পরিষদ নির্বাচন ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচনে ছয় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ১২ হাজার ৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৯৬৮ এবং মহিলা ভোটার ৫৫ হাজার ৭১ জন। এখানে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। ৪৩টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ ও বিজিবি আনসারের সমন্বয়ে নিরাপত্তা ছিল।


আরো সংবাদ



premium cement