১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের ৩২ ঘণ্টা পর নদীতে লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মো: সায়েম খান (৩৪) নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।

শনিবার সকাল ৮টায় গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের বদনাতলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সায়েম খান দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামের মো: লতিব খানের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তেঁতুলিয়া নদীতে ট্রালার নিয়ে চারজন মাছ শিকার শেষে বাড়িতে ফেরার পথে সায়েম খান নদীতে পরে নিখোঁজ হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। শুক্রবার সকাল ৮টায় ৩২ ঘণ্টা পরে গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের বদনাতলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সায়েমের ছোট ভাই মো: সোহেল খান জানান, ‘আমার বড় ভাই ট্রালার থেকে পরে নিখোঁজ হন। পরে শুক্রবার সকাল ৮টায় আত্মীয়-স্বজন ও জেলেদের প্রচেষ্টায় বদনাতলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।’

এ ব্যাপারে হাজির হাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তাই উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিনি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল ইসলাম মজুমদার বলেন, সায়েমের বাড়িতে থানা পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আনইগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement