কাঠালিয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার
- কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ০৪ জুন ২০২৪, ১৭:২৬
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়ায় ওয়ারেছ আলী হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বলতলা খালের মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ওয়ারেছ আলী হাওলাদার উপজেলার শৌলজালিয়া (সেন্টারের হাট) গ্রামের বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন রোগী।
উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জানান, ওয়ারেছ আলী একজন মানসিক ভারসাম্যহীন রোগী। তিনি গত রোববার নিজ বাড়ির খালে ওজু করতে গিয়ে খালে পড়ে নিখোঁজ হন। পরে বহু খোঁজাখুঁজির পর তার লাশ উপজেলা বলতলা খালের মোহনায় পাওয়া গেছে এবং লাশ বাড়ি এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সরকার জানান, ওয়ারেছ আলী একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা