১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঘূর্ণিঝড় রেমাল

কাঠালিয়া কৃষি ও মৎস্য খাতে ২৯ কোটি ৮০ লাখ টাকার ক্ষতি

কাঠালিয়া কৃষি ও মৎস্য খাতে ২৯ কোটি ৮০ লাখ টাকার ক্ষতি - ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কৃষি খাতে ২৬ কোটি ৯৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর মৎস্য খাতে ক্ষতি হয়েছে দুই কোটি ৮৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রুহুল আমিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, রেমালের প্রভাবে উপজেলার ছয়টি ইউনিয়নে ১২ হাজার ৭০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। গত রোববার থেকে রেমালের প্রভাবে টানা ভারী, মাঝারী ও হালকা বর্ষণ হয়। এ সময় উপজেলার অনেক এলাকার আউশ, তিল, কলা, পানের বরজ, পেঁপে, মরিচ ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কাঠালিয়ায় রেমাল ও অবিরাম বৃষ্টির কারণে ২৩ হাজার ৪৪ হেক্টর জমির সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। আর ২৮ হাজার হেক্টর জমির আংশিক ক্ষতি হয়।

উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম জানান, রেমালে কলা ক্ষেত, আউশ, কাচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রেমালের কারনে শাক-সবজিরও ক্ষতি হয়েছে। রেমালে উপজেলায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ ২৬ কোটি ৯৭ লাখ টাকার।

এদিকে মৎস্য ঘূর্ণিঝড় রেমালের কারণে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৮ শ’ ৯৩টি পুকুর ও ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান দুই কোটি ৮৩ লাখ টাকা। জেলেদের জাল ও নৌকারও ব্যাপাক ক্ষতি হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মো: রুহুল আমিন জানান, উপজেলায় মৎস্য বিভাগে পুকুর ও ঘের ১৮ শ’ ৯৩টি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান দুই কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া উপজেলার ঝোড়খালী এলাকার খলিল মিয়ার ঘের থেকে ৫০ লাখ টাকার মাছ রেমালে ভেসে গেছে।


আরো সংবাদ



premium cement