ঘূর্ণিঝড় ‘রেমাল’ : মির্জাগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক মাইকিং
- মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৫ মে ২০২৪, ২২:২৯
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় পটুয়াখালীর মির্জাগঞ্জের উপকূলে সচেতনতামূলক মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।
শনিবার (২৫ মে) সকাল রাত সাড়ে ৯টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ মে) গভীর রাতে গভীর নিম্নচাপ সৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদফতর। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এতে সংকেত বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। মসজিদে মসজিদে করা হয় সচেতনতামূলক মাইকিং।
সবাইকে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। যাদের পাকা বাড়ি নেই, তারা নিকটস্থ সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে উপজেলা প্রশাসন থেকে।
উপজেলা নির্বাহ অফিসার (ইউএনও) মো: তরিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় উপজেলা দুর্যোগ কমিটির এক সভা করা হয়েছে। উপজেলায় ৫৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি সদস্য ,স্কাউট সদস্য ও এনজিও কর্মীদের প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড়
ঝড় ‘রেমাল’-এর আঘাত থেকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সভায় নদীর তীরবর্তী এ সাইক্লোন শেল্টারসহ ঝড় শহনশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি চিকিৎসা সামগ্রী প্রস্তুত রয়েছে। যেকোনো প্রয়োজনে উপজলার কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। নম্বর 01733334145।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা