১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমরা করলেন ৬৫ বছর বয়সী ভ্যানচালক ফরিদ

ভ্যানচালক মো: ফরিদ বেপারী - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ দিনের ইচ্ছে ছিল আল্লাহর ঘর তাওয়াফ ও মদিনা শরিফ রসুল সা:-এর কবর জিয়ারত করবেন। অবশেষে ২০২৪ সালের ২ মে সেই ইচ্ছে পূরণ করেছেন ভ্যানচালক মো: ফরিদ বেপারী (৬৫)। তিনি বরিশালের মুলাদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বড়চর মাধবপুরের আ: রব বেপারীর ছেলে।

ফরিদ বেপারী বলেন, ‘ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তার ব্যবস্থা করে দেন। আল্লাহর অশেষ মেহেরবানীতেই আমার ওমরা পালন করা সম্ভব হয়েছ।’

জানা গেছে, ভ্যান চালিয়ে মাসে দুই থেকে তিন হাজার টাকা আয় করেন। সংসারের খরচ চালানোর পরে হাতে কিছুই থাকে না। তার পাঁচ ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলে তার সাথে থাকে। বাকি ছেলেরা আলাদা সংসার করে। নিজের আয় দিয়েই ওমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তিনি দিন-রাত ভ্যান চালিয়ে টাকা সংগ্রহ করেন।

গত ৩০ বছর ধরে তিনি ভ্যান চালিয়ে যাচ্ছেন। স্ত্রীর শরীরের অবস্থা ভালো না থাকায় সাথে নিয়ে যেতে পারেননি বলে মনে অনেক দুঃখ তার। ওমরা পালন করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ওমরা পালন করতে কোনো ঋণ করেননি তিনি। কষ্ট করে ভ্যান চালিয়ে টাকা উপার্জন করে ওমরা পালন করেছেন তিনি।

ফরিদ বেপারী আবারো ওমরা পালন করার আশা করছেন। এর জন্য সকলের দোয়া কামনা তার।


আরো সংবাদ



premium cement