১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাজিরপুরে বাসচাপায় নিহত যুবলীগকর্মী

- ছবি : প্রতীকী

পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় পরিতোষ রায় (৫০) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পিরোজপুর ঢাকা আঞ্চলিক মহসড়কের নাজিরপুরের রুহিতলা বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরিতোষ রায় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে।

সূত্রে জানা গেছে, শনিবার পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন। এ উপলক্ষে পরিতোষ নাজিরপুর উপজেলা যুবলীগের নেতাদের সাথে যোগাযোগ করতে ভ্যানগাড়ি করে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের রুহিতলা বুনিয়া এলাকার লোকমান হাকিমের ঘের-সংলগ্ন স্থানে পৌঁছলে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী দোলা পারিবহনের একটি বাস তাকে বহন করা ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এর চালক পলাতক রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী নিহত পরিতোষ রায় যুবলীগকর্মী বলে নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement

সকল