বাবুগঞ্জের স্কুলছাত্রী তামান্না হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ১৯:১৭
বরিশালের বাবুগঞ্জে চাঞ্চল্যকর ১০ বছরের শিশু স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো: তাওহীদ হাওলাদার (৩০) ও তার বাবা সুলতান হাওলাদারকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) ফরিদপুর জেলার চুনাঘাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে বরিশাল-৮-এর সদস্যরা।
নিহত শিশু তামান্না আগরপুর গ্রামের আমির হোসেন এবং তানজিলা বেগমের মেঝো মেয়ে। সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
জানা যায়, ঘটনার পাঁচ দিন পর ভিকটিমের মা গত ৮ মে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণ, শ্বাসরোধ করে হত্যা করা ও সহায়তার অপরাধের একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায় যে ভিকটিম শিশু তামান্না আক্তার (১০) আসামিদের আত্মীয়। সেই সুবাদে আসামিরা গত ২ মে ভিকটিমকে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকায় আসামিদের বসতবাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরের দিন গত ৩ মে বেলা ১১টার দিকে আসামিদের বসতঘরে শিশু তামান্নাকে একা পেয়ে আসামি মো: তাওহীদ হাওলাদার (৩০) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে পরিবারের অন্য সদস্য (আসামিরা) বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন জানার আগেই বেলা আনুমানিক ১১টা ৫৫ মিনিটের মধ্যে ভিকটিম শিশুকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে এবং বসত ঘরের দালানে সিড়ির ওপর টিনের রুয়ার সাথে ঝুলিয়ে রাখে। এরপর আসামিরা সু-কৌশলে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে শিশু তামান্না আত্মহত্যা করেছে বলে তার পরিবারকে ফোন করে জানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা