১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেতাগীতে অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

নিবার্চনকালীন সময়ে যখন নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন। ঠিক ওই সময়েই অবৈধ লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্রসহ (পিস্তল) বেতাগী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার নামের এক আওয়ামী লীগ নেতা এবং তার গাড়ির ড্রাইভার মো: সজিব (৩২)।

মঙ্গলবার সকালে চেয়ারম্যানপ্রার্থী নাহিদ মাহমুদ লিটু সিকদার ও তার গাড়ির ড্রাইভার সজিবকে গ্রেফতার দেখিয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাদেরকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার বেইলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই চেয়ারম্যানপ্রার্থী ও তার ড্রাইভার মো: সজিবকে (৩২) আটক করা হয়। একইসাথে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চেয়ারম্যানপ্রার্থী লিটু সিকদার বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। এছাড়া আগামী মঙ্গলবার (২১ মে) বেতাগী উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন।

এ দিকে, রফদফার চেষ্টায় সময় ক্ষেপণ করেন পুলিশ। ঘটনার একদিন পর মামলা দায়ের করেন বেতাগী থানা পুলিশ।

তবে বেতাগী থানা পুলিশের দাবি, ঊর্ধ্বতন কতৃর্পক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন তারা। আজ মঙ্গলবার সকালে চেয়ারম্যানপ্রার্থী লিটু সিকদার ও তার গাড়ির ড্রাইভারকে গ্রেফতার দেখিয়ে অস্ত্র আইনে মামলা করা হয়।

সূত্রে জানা গেছে, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী লিটু সিকদার ও তার ড্রাইভার একটি প্রাইভেটকার যোগে বেতাগী পৌর শহর থেকে মোকামিয়া ইউনিয়নের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে উপজেলার বেইলী ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে বেতাগী থানা পুলিশের একটি দল গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এ সময়ে গাড়ির মধ্যে থাকা চেয়ারম্যান প্রার্থীর সিটের পাশ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেন পুলিশ।

খবর পেয়ে বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ, বেতাগী সহকারী রিটানিং কর্মকর্তা স্বপন সিকদার ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের উপস্থিতিতে চেয়ারম্যানপ্রার্থী ও তার ড্রাইভারকে আটক করে। একইসাথে আগ্নেয়াস্ত্র এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানায়, ‘যখন চেয়ারম্যানপ্রার্থী লিটু সিকদারকে পুলিশ তল্লাশি করেন ওই সময়ে পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের গাড়ির কাছে আসতে নিষেধ করেন। তবে আমরা কয়েকজন কাছাকাছি ছিলাম আমরা দেখেছি গাড়িতে শুধু পিস্তলই ছিল না, টাকাভর্তি ব্যাগ এবং মাদক ছিল। যা পুলিশ সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়েছেন।

এ দিকে, নিবার্চনকালীন সময়ে এমন ঘটনায় সাধারন ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা পরিষদ নিবার্চনে অংশগ্রহণ করা অন্যান্য প্রার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে নিবার্চন কমিশনের কাছে এমন ন্যক্কারজনক ঘটনায় সম্পৃক্ত ওই চেয়ারম্যান প্রার্থীর নিবার্চনী প্রার্থীতা বাতিলের দাবিও জানান প্রত্যক্ষদর্শী জনসাধারণ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুবুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অস্ত্রটি লাইসেন্সবিহীন (অবৈধ) এটি নিশ্চিত। আগ্নেয়াস্ত্র ব্যতীত অবৈধ কিছু পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে চেয়ারম্যানপ্রার্থী নাহিদ মাহমুদ লিটু ও তার গাড়ির ড্রাইভার সজিবের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আসামি দু, জনকে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement