প্রকাশ্যে ভোট দেয়ায় এমপিকে তলব ইসির
- বরিশাল ব্যুরো
- ১৩ মে ২০২৪, ২১:১৭
প্রকাশ্যে ব্যালটে ভোট দেয়ায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিককে স্বশরীরে ব্যাখ্যা দিতে তলব করেছে নির্বাচন কমিশন।
তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্যও। উপজেলা নির্বাচনে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালটে ভোট দেয়ায় তাকে চিঠি দিয়ে তলব করা হয়েছে। সেই চিঠিতে বুধবার (১৫ মে) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্বশরীরে হাজির হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।
এ-সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, ৮ মে অনুষ্ঠিত হওয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আপনি (হাফিজ মল্লিক) প্রকাশ্যে ভোট প্রদান করেছেন। ওই এলাকার ৪৭ নম্বর মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে দেয়ার তথ্য প্রকাশিত হয়েছে। সেই ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩-এর বিধি ৭৮-এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ। ওই অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে কেন পত্র প্রেরণ করা হবে না? সে বিষয়ে আগামী বুধবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানান, যেহেতু বিষয়টি সরাসরি নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশন। তাই আমার কাছে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই। তাকে নির্বাচন কমিশনে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এবং ১৫ মে নির্বাচন কমিশনের ভবনে যেতে বলেছে কর্মকর্তারা।
এ বিষয়ে কথা বলার জন্য সংসদ সদস্য হাফিজ মল্লিকের মোবাইলফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এ সংক্রান্ত ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি।
উল্লেখ, গত ৮ মে ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিক ও তার স্ত্রী। তাদের ভোট দেয়ার ভিডিও কেউ মোবাইলফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, হাফিজ মল্লিক ও তার স্ত্রী বুথে প্রবেশ না করে পোলিং অফিসারদের টেবিলে বসে ব্যালট পেপারে সিল দিয়ে প্রকাশ্যে তাদের ভোট প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা