১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বিনা প্রতিদ্বন্দ্বিতার ভাগ্য!

ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বিনা প্রতিদ্বন্দ্বিতার ভাগ্য! - ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম দ্বিতীয়বারের মতো আবারো চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। লে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় আজ রোববার (১২ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরো জানান, উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মালিকা পারভীন একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে আরো তিনজন প্রার্থী মনোনয়ন দাখিল করে ছিলেন। তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: এহসাম হাওলাদার ও বিশিষ্ট সমাজসেবক মো: সালাহ উদ্দিন।

তাদের মধ্যে রোববার জেলা রিটানিং কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: এহসাম হাওলাদার ও মো: সালাহ উদ্দিন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এতে করে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় মিরাজুল ইসলামকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। মাহিবুল হোসেন মাহিম পিরোজপুর-২ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাত ভাই। মিরাজুল ইসলাম ২০১৯ সালের এপ্রিল মাসে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

এর আগে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ২০১৪ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, মিরাজুল ইসলাম উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালা গ্রামের শাহাদৎ হোসেনের মেঝ ছেলে। তার বাবাও ওই ইউনিয়নের বারবার চেয়ারম্যান ছিলেন, তার আপন বড় ভাই মো: মহিউদ্দিন মহারাজ পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য। তার আর এক ভাই মো: শামসুউদ্দিন তেলিখালী ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও ছোট ভাই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত।

 


আরো সংবাদ



premium cement