১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু - প্রতীকী ছবি

বাউফলে বেল্লাল হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

বেল্লাল উপজেলার দাশ পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাজউদ্দিনের ছেলে।

জানা গেছে, মো: বেল্লাল হোসেন কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার দশম শ্রেণির ছাত্র। সে ভবনের ছাদে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক সহপাঠিরা তাকে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ এন জাহাঙ্গীর হোসেন জানান, স্কুলটির ছাদে উঠলে ছাত্রটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।


আরো সংবাদ



premium cement