১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোলায় বার্জের সাথে মাছ ধরার ট্রলারের ধাক্কা, জেলে নিহত

- ছবি : সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে একটি ব্রার্জের সাথে ধাক্কা লেগে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে হারুন মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনা নদী‌তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন মাঝি (৫৫) তার দুই ছেলেকে নিয়ে ধনিয়া তুলাতুলি পার্ক সংলগ্ন মেঘনা নদী‌তে ভোরে মাছ ধরছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি বার্জের সাথে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় তার দুই ছেলে নদীতে লাফিয়ে পড়েন। পরে ছেলেরা জীবিত উদ্ধার হলেও হারুন মাঝি নিখোঁজ থাকেন। স্থানীয় জেলে ও নৌ-পুলিশ নিখোঁজ জেলে হারুন মাঝির লাশ উদ্ধার করে।

ভোলা সদর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইউনুস মুন্সি বলেন, ভোরে তুলাতুলি ঘাট থেকে ৪০০ মিটার দূরে মেঘনা নদীতে হারুন ও তার দুই ছেলে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় নদীতে জোয়ার আসায় তারা জাল টেনে ট্রলারে তুলছিলেন। তখন সেখানে দু’টি বার্জ নোঙর করা ছিল। জাল টানতে টানতে এক সময় নোঙর করা বার্জ দু’টির সাথে মাছ ধরার ট্রলারটি ধাক্কা খায়। এতে ট্রলারটি ডুবে যায়।

এ সময় হারুনের ছেলে রুবেল ও তার ভাই সাঁতরে উঠতে পারলেও তিনি অক্ষম হন। তিনি ওই ট্রলারের জালে আটকে ডুবে মারা গেছেন।

তিনি আরো বলেন, এ ঘটনার পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় লাশ ও ট্রলারটি উদ্ধার করি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement