১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাথরঘাটায় ৩ দিন ধরে মাদরাসাছাত্র নিখোঁজ

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় আব্দুল্লাহ (১৫) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ায় খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের কাছে নিখোঁজ আব্দুল্লার মা বিউটি বেগম নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকাল ৯টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের বাড়ি থেকে মাদরাসার উদ্যেশ্যে আসেন।

নিখাঁজ আব্দুল্লাহ একই এলাকার মো: খলিল মোল্লার ছেলে।

আব্দুল্লাহর মা বিউটি বেগম জানান, ‘ঈদ ও তাপদহের কারণে মাদরাসায় দীর্ঘ ছুটির পরে গত রোববার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্যেশ্যে আসেন। এরপরে আব্দুল্লাহ বাড়ি ফেরেনি। পরে আব্দুল্লাহর বাবা মাদরাসায় এসে খোঁজ নিয়ে জানতে পারেন সে মাদরাসায় আসেনি। এরপর থেকে তাদের আত্মীয়দের বাড়িতে খোজ নিয়ে তাকে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, আব্দুল্লাহ মাদরাসায় আসতে না চাইলে তাকে মাদরাসায় জোড় করে পাঠানো হয়। তিনি বাড়ির সকলের আগোচরে লুঙ্গি, সার্ট ও ১৫০০ টাকা নিয়ে বের হয়ে আসেন এবং তার বাবা আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ-খবর নিয়ে তাকে না পাওয়া গেলে পাথরঘাটা থানায় মৌখিকভাবে জানিয়েছেন বলেও জানান তিনি।

নিখোঁজ আব্দুল্লাহর বর্ণনা :
মো: আব্দুল্লাহ (১৫), বাবা : মো: খলিল মোল্লা, গ্রাম-পশ্চিম ঘুটাবাছা, ৮ নম্বর ওয়ার্ড কালমেঘা ইউনিয়ন। পাথরঘাটা, বরগুনা, তার গায়ের রঙ শ্যামলা বর্ণের। পরনে ছিল পাঞ্জাবী ও মাথায় টুপি।

তার বাবা মো: খলিল মোল্লা আব্দুল্লার খোঁজ পেলে ০১৭৩৫৭৪৯৭০২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল