১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ

তীব্র গরমে কাঁঠালিয়ায় এক শিক্ষার্থী অসুস্থ - প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মো: নুর সাইদ (১১) নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী তীব্র গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলার উত্তর চেঁচরী দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

নুর সাইদ উপজেলার উত্তর চেঁচরী গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মাদরাসাটির সুপার মাওলানা মো: বেলায়েত হোসেন।

নুর সাইদের বাবা মো: মিজানুর রহমান বলেন, ‘আমার ছেলে সাড়ে ১২টার দিকে তীব্র গরমে মাদরাসা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এবং ক্লাসরুমে বমি করে। খবর পেয়ে স্থানীয় কৈখালী বাজারে নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানোর পরে এখন অনেকটা সুস্থ।’

মাদরাসার সুপার মাওলানা মো: বেলায়েত হোসেন বলেন, ‘ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নুর সাইদ তীব্র গরমে কয়েক বার বমি করে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে আমরা তার পরিবারকে খবর দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়েছি। এখন কিছুটা সুস্থ।’

তিনি আরো জানান, এ ঘটনা সাথে সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো: আমিনুল ইসলাম বলেন, ‘তীব্র গরমে উত্তর চেঁচরী দাখিল মাদরাসার শিক্ষার্থী মো: নুর সাইদের অসুস্থতার কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’


আরো সংবাদ



premium cement