গলাচিপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ১৯:১৬
পটুয়াখালীর গলাচিপায় পৃথক ঘটনায় ঈসা (২) ও সুমাইয়া (৩) নামের দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ঈসার বাড়ি দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেন্টার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
শামিম বয়াতির দুই ছেলের মধ্যে ঈসা ছোট ছেলে।
জানা গেছে, শামিম বয়াতীর ঘরের সামনে উঠানে ঈসা খেলা করছিল। সবার চোখ ফাঁকি দিয়ে উঠানের সাথেই পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায় ঈসাকে দেখে পানি থেকে তীরে তুলে তাৎক্ষণিক গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান মো: নজির আহমেদ সরদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অপর দিকে গলাচিপা উপজেলায় রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের রাকিব মিয়ার মেয়ে সুমাইয়া (৩) নামের শিশু পানিতে পড়ে মারা যাবার খবর পাওয়া গেছে। সুমাইয়াকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা