ইন্দুরকানী উপজেলায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
- ১৫ এপ্রিল ২০২৪, ২০:০১
ইন্দুরকানীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তরিকুল ইসলামের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন উপজেলা চেয়ারম্যান পদে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাভোকেট এম মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ।
ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম ও উপজেলা মৎস্যলীগের সভাপতি শেখ কামাল হোসেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলারা পারভীন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা