পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ০১ অক্টোবর ২০২৩, ১৬:১৮

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রাসেল মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কাকচিড়া-পাথরঘাটা মহাসড়কের পাশে হাসেম হাওলাদার বাড়ির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাসেল মিয়া উপজেলার কাকচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।
রাসেলের স্ত্রী মাহিনুর বেগম জানান, বেলা ১১টার দিকে রাসেল মিয়া বাড়ির সামনের গ্যারেজে অটোরিকশার চার্জার মেরামত করছিলেন। ওই সময় বিদ্যুতের সংযোগ বন্ধ না করে কাজ করায় তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো জানান, রাসেল মিয়া দীর্ঘ দিন ধরে কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করছেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, লাশের সুরহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা