বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
- বরিশাল ব্যুরো
- ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্যকে বিপুলসংখ্যক ইয়াবাসহ আটক করেছে বরিশাল র্যাব ৮।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এর আগে রোববার রাতে নগরীর রুপাতলী ভোজনবিলাস রেস্তোরাঁর সামনে আটক হন তিনি। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে মিজানুর রহমান (৪৪)।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল। মিজানুর রহমান ঢাকা মেট্রোপলিটনের কোর্ট কম্পাউন্ডে কর্মরত ছিলেন।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন র্যাব।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, র্যাবের অভিযানে ৩৯৮ পিস ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা