১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত। - ছবি : নয়া দিগন্ত

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে রোড মার্চ কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলার প্রবেশদ্বার কালিজিরা সেতুর পশ্চিম পাশ থেকে রোড মার্চ শুরু করা হয়। 

এই রোড মার্চের নেতৃত্ব দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোড মার্চটি শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে অবস্থান করে পথসভা করে। দুপুর ২টায় পথ সভা শেষ হয়। 

ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, সাবেক বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক এমপি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনাকুল ইসলাম টিপু, নাজিমুদ্দিন আলম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় বরিশাল বেলস পার্ক থেকে এই রোড মার্চ শুরু হয়। রোডমার্চটি ঝালকাঠি হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হবে।

পথ সভায় বক্তারা বলেন,‘ আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার। এই সরকারের হাতে এ দেশ নিরাপদ নয়। এই অবৈধ সরকারের অধিনে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে।পথসভায় বৃষ্টি উপেক্ষায় করে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে। কাজী খলিলুর রহান


আরো সংবাদ



premium cement