১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২। - প্রতীকী ছবি

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো: তছির আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ ও রাশেদ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) সকালে ও দুপুরে ভোলা সদর ও লালমোহনে দুর্ঘটনা দু’টি ঘটে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তছির ভোলা সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রাশেদ চরফ্যাশন উপজেলার এওয়াজপুর গ্রামের এলাহী নূরের ছেলে।

জানা গেছে, সকালে ইলিশা সড়ক পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় তছির আহমেদ গুরুতর আহত। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন দুপুরে তার মৃত্যু হয়।

অন্যদিকে, দুপুর ২টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় আত্মীয়ের বাসা থেকে মায়ের সাথে এওয়াজপুর যাওয়ার সময় অটোরিকশা উল্টে মো: রাশেদের মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement