২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বরিশালে ফের মনোনয়ন বাতিল ছাত্রলীগ নেতা মান্নার


বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মাত্র তিন দিন আগে মনোনয়ন বাতিল হয়ে গেছে মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নার।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে হাই কোর্টের অ্যাপিলেড ডিভিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করে। রইজ আহমেদ মান্না বর্তমানে কারাগারে রয়েছেন।

ঋণখেলাপি, তথ্য গড়মিল ও সশরীরে মনোনয়ন দাখিল না করায় এর আগে ১৮ মে মান্না মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন।

জানা গেছে, নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মান্না ও তার ভাই দু’টি মনোনয়ন সংগ্রহ করেন। এর পরপরই নৌকার কর্মীদের মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় মান্নাসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরই মধ্যে নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মান্না ও তার ভাই মুন্নার মনোনয়ন বাতিল করা হয়। দুই ভাই এর বিরুদ্ধে আপিল করেন। আপিলে বড় ভাই মুন্নার মনোনয়ন বৈধ হলেও মান্নার মনোনয়ন অবৈধই থাকে। পরে হাইকোর্ট থেকে মান্নার মনোনয়ন বৈধ হয়। ঘুড়ি মার্কা নিয়ে তার সমর্থকরা মাঠে নামেন। কারাগারে থাকা অবস্থায় মান্নাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনের মাঠে তার ব্যাপক প্রচরণা চলে। সমর্থকরা দিন রাত মাঠে কাজ করায় তার বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে সংবাদ মেলে তার মনোনয়ন বাতিল হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, হাইকোর্টের অ্যাপিলেড ডিভিশন দুপুর ১টায় তার (মান্নার) মনোনয়ন বাতিল করে। মান্নার ভাই মুন্না মনোনয়ন বাতিলের কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এছাড়া পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।


আরো সংবাদ



premium cement
বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় সামিয়া হত্যার ১৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ সম্পর্ক প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে ইসরাইল ও সৌদি আরব : নেতানিয়াহু আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র ক্রিকেটের ৩ ফরম্যাটেই ভারত এখন ১ নম্বর খাদ্য নিরাপত্তাহীনতার শঙ্কায় দেশ একটি রূপকথার গল্প ও দাম্ভিক মানুষ যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী ‘গাড়ি না পাইলে আমার সোনা মানিকেগো লইয়া যামু কেমনে?’

সকল