২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কয়লা সঙ্কট : মধ্য রাতে বন্ধ হতে পারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সঙ্কট : মধ্য রাতে বন্ধ হতে পারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। - ছবি : সংগৃহীত

ডলার সঙ্কটে বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি সর্ম্পূণ বন্ধ হতে চলছে। তবে কর্তৃপক্ষ বলছে, কয়লা কেনার জন্য ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে দিয়েছে সরকার। চলতি মাসের শেষের দিকে আসবে কয়লার জাহাজ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় সচল হয়ে উঠবে।

জানা যায়, দুটি ইউনিট মিলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা রয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট।
কয়লা সঙ্কটে ২৫ মে বন্ধ হয় প্রথম ইউনিট। রোববার (৪ জুন) মধ্য রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হতে পারে। এর ফলে দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎ কেন্দ্রটিতে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। এতে দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশে দেখা দিতে পারে ভয়াবহ লোডশেডিং।

তবে কর্তৃপক্ষ বলছেন, রাতের ঠিক কোন সময়ে ইউনিট বন্ধ হবে তা নির্ভর করছে লোডের ওপর। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই কয়লা আসলে আবারো বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে।

এটি চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় চীনা অংশিদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বিল দাঁড়ায় প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। এ বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করেছিল। এখন কয়লা সরবরাহকারী নতুন প্রতিষ্ঠানের কাছ থেকে কয়লা আমদানি করা হচ্ছে।

চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। উৎপাদনে আসার পর এবারই প্রথম এ বিদুৎ কেন্দ্রে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হচ্ছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন, পূর্ণ সক্ষমতায় চললে এ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টন কয়লা প্রয়োজন হয়।


আরো সংবাদ



premium cement
প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি

সকল