২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বরফ গলেছে বরিশাল আওয়ামী লীগে হাসানাত-খায়ের কোলাকুলি

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের বিশেষ সভায় ছোট ভাই খায়ের আবদুল্লাহকে আলিঙ্গন করেন বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ। - ছবি : সংগৃহীত

বরিশালসহ দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নিয়ন্ত্রক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি অবশেষে নিজ ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহকে বুকে টেনে নিয়ে নেতাকর্মীদের হাতে তুলে দিলেন। বরিশালের মেয়র পদে ভোট চাইলেন নৌকার জন্য।

নির্বাচনী বিধিতে মন্ত্রী-এমপিরা নির্বাচনী এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় বরিশাল সিটি করপোরেশন এলাকা থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী পৌরসভা চত্বরে আয়োজিত সভায় মান-অভিমান ভেঙেছে দু’ভাইয়ের। এতে অনেকটাই উজ্জীবিত বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আব্দুল্লাহ। সভায় তিনি বিভাগের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আমার ছোট ভাইকে আপনাদের হাতে তুলে দিলাম। ১২ জুন নৌকাকে বিজয়ী করে আনার দায়িত্ব আমাদের সকলের। তিনি সকলের রাগ-অভিমান ভুলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নে কাজে নেমে পড়ার আহ্বান জানান। যদিও দ্বিতীয় দফায় আয়োজিত এই বর্ধিত সভায়ও উপস্থিত হননি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কার্যনিবাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানি চিনু প্রমুখ।

এর আগে গত ২৬ মে একই স্থানে অনুষ্ঠিত প্রথম বর্ধিত সভায় উপস্থিত ছিলেন না আবুল খায়ের আব্দুল্লাহ। ওই দিন প্রতীক বরাদ্দ পেয়ে প্রথম নির্বাচনী সভা করেছিলেন ২৪ নম্বর ওয়ার্ডে। এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল আবুল খায়ের আব্দুল্লাহকে।

আবুল খায়ের আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভায় বিকেলে যোগ দিয়েছিলেন প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি সেখানে গিয়ে নিজের বক্তব্য দিয়ে আবার বরিশালে ফিরে ২৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় যোগ দেন।

তিনি জানান, মনোনয়ন পাওয়ার পরে দলীয় সভায় এটিই প্রথম যোগদান আবুল খায়ের আব্দুল্লাহর।


আরো সংবাদ



premium cement